infomorningtimes@gmail.com রবিবার, ২৫শে জানুয়ারী ২০২৬, ১২ই মাঘ ১৪৩২

ছেলের হাসুয়ার কোপে প্রাণ গেল বাবার!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৩, ২২:৩৮

প্রতীকী ছবি

রাজশাহীতে ছেলের হাসুয়ার কোপে রুস্তম আলী (৭০) নামের এক বৃদ্ধ ব্যক্তি প্রাণ হারিয়েছে।  মঙ্গলবার (৮ আগস্ট) ভোরে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জের হরিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, তারা বাবা ছেলে মূলত গাছ কেনাবেচার ব্যবসা করেন। বাবা রুস্তম আলীর কেনা বিভিন্ন প্রজাতির গাছগুলো বিক্রি করতে চান ছেলে শুকুর আলী। এই নিয়ে আজ বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাসুয়া দিয়ে বাবাকে কুপিয়ে জখম করে। পরে ঘটনাস্থলেই বাবা মারা যান।

ওসি খাইরুল ইসলাম জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে শুকুর আলী (৪৫) পলাতক রয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান আছে।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর