infomorningtimes@gmail.com সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ৯ই অগ্রহায়ণ ১৪৩২

ছেলের কবরে বেড়া দিতে গিয়ে বাবার মৃত্যু

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
৪ মে ২০২৪, ১২:৫৮

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ছেলের কবরে বেষ্টনি দেয়ার জন্য বাঁশ কাটতে গিয়ে মারা গেছেন সাদেক হোসেন ভূঁইয়া (৫৫) নামের এক ব্যক্তি।

শুক্রবার (৩ মে) দুপুরে উপজেলার আনোয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে সাদেক হোসেন ভূঁইয়ার মৃত্যু হয়েছে।

সাদেক হোসেন ভূঁইয়ার ছোট ভাই বিল্লাল হোসেন ভূঁইয়া জানান, গত ২৯ এপ্রিল মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় নিহত হন সাদেক হোসেন ভূঁইয়ার ছেলে শাহাদাৎ হোসেন ভূঁইয়া।

গতকাল দুপুরে ছেলের কবরের বেড়া দেয়ার জন্য বাঁশ কাটতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন সাদেক হোসেন ভূঁইয়া। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, সাদেক হোসেন ভূঁইয়ার দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে সৌদি আরব প্রবাসী। ছোট ছেলে শাহাদাৎ হোসেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পড়াশোনা করতেন। ছেলে শাহাদাৎ হোসেন আবদার করায় সম্প্রতি মোটরসাইকেল কিনে দেন বাবা সাদেক হোসেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর