infomorningtimes@gmail.com মঙ্গলবার, ২৭শে জানুয়ারী ২০২৬, ১৪ই মাঘ ১৪৩২

রেলসেতুতে ধাক্কা লেগে ডুবল কার্গো জাহাজ, নিখোঁজ ২

মর্নিং টাইমস

প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৪, ১৭:৩৮

ছবি সংগৃহীত

খুলনায় রূপসা নদীর ওপর নির্মিত রেলসেতুর পিলারে ধাক্কা লেগে এমভি থ্রি লাইট-১ নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজে কর্মরত ১৩ জনের মধ্যে দুইজন নিখোঁজ রয়েছেন।

রোববার (৭ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁরা হলেন কার্গোর বাবুর্চি কালাম ও গ্রিজার শাকায়েত।

জাহাজ থেকে সাঁতরে কূলে আসা একজন শ্রমিক বলেন, আমরা ইঞ্জিন রুমে ছিলাম। হঠাৎ একটি শব্দ পেয়ে ওপরে উঠতে গিয়ে দেখি জাহাজ ডুবে যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম শেখ বলেন, কার্গোতে থাকা ১৩ নাবিকের মধ্যে ১১ জন সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও দুইজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর