[email protected] সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে মৃত্যু ৩

মর্নিং টাইমস

প্রকাশিত:
৬ এপ্রিল ২০২৪, ২১:১১

ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ও পাগলা নদীতে গোসলে নেমে ৩ কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে। পরে তিনটি মৃতদেহই উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। শনিবার (৬ এপ্রিল) দুপুরে মহানন্দা নদীর বজরাটেক বাগানঘাটি এলাকায় ও পাগলা নদীর তর্ত্তিপুর ঘাটে পানিতে ডুবে মারা যাওয়ার এই ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাহাট ও শিবগঞ্জ থানা পুলিশ এবং স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা।

নিহতরা হলো- ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের রাধানগর কলোনী গ্রামের সুবেদ মিস্ত্রির ছেলে আজিজুল হক (১২) ও একই এলাকার আব্দুল কাদিরের ছেলে জিহাদ মিয়া (১০) এবং সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কর্মকার পাড়ার রূপ কুমার কর্মকারের মেয়ে প্রিয়াঙ্কা কর্মকার।

ভোলাহাট উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার ফরিদ উদ্দিন জানান, দুপুরে বজরাটেক বাগানঘাটি এলাকায় মহানন্দা নদীতে আজিজুল, জিহাদসহ আর কয়েকজন গোসলে নামে। এ সময় তারা পানিতে বল দিয়ে খেলছিল। এক পর্যায়ে আজিজুল ও জিহাদ পানিতে ডুবে যায়।

এ সময় তাদের খুঁজে না পেয়ে অপর সঙ্গীরা তাদের পরিবার ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল প্রায় ৩টার দিকে আজিজুলকে উদ্ধার করে। এ ছাড়া জিহাদকে আগেই উদ্ধার করে স্থানীয়রা। পরে তাদের ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, আজ দুপুরে শিবগঞ্জের পাগলা নদীর তর্ত্তিপুর ঘাটে গঙ্গাস্নান করার সময় নদীতে ডুবে যায় কিশোরী প্রিয়াঙ্কা কর্মকার (১১)। এ সময় তার সঙ্গে থাকা তার বড় বোন ও দাদী অনেক খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় প্রিয়াঙ্কাকে উদ্ধার করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর