infomorningtimes@gmail.com সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ১০ই অগ্রহায়ণ ১৪৩২

কিশোরগঞ্জে ভাগ্নীকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার

হারিছ আহমেদ (কিশোরগঞ্জ প্রতিনিধি)

প্রকাশিত:
১ এপ্রিল ২০২৪, ১৪:৫১

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জে ১৩ বছরের ভাগ্নীকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত মো.হৃদয় মিয়া( ৩২) তাড়াইল থানার রাউতি গাবতলী এলাকার মৃত রুকন মিয়ার ছেলে।  শনিবার (৩০মার্চ) রাত ৮টায় কানিকাটা বড়বাড়ি এলাকায় বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ জনগণ মো.হৃদয় মিয়াকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় পুলিশে সোপর্দ করে।

ভুক্তভোগী কানিকাটা বড়বাড়ী এলাকার মো.আসলামের কলোনীর ভাড়াটিয়া। তার বাবা জামাল মিয়া অটো-রিকসার চালক।

খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভোগীর বাবা অটোরিকসা নিয়ে বাহির হলে খালি বাসায় ডুকে ভুক্তভোগীর সাথে জবরদস্তি করে। এসময় ভুক্তভোগীর চিৎকারে এলাকাবাসী হৃদয়কে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ এসে আটক করে থানায় নিয়ে আসে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ভুক্তভোগী কানিকাটা (বড়বাড়ী) আসলামের কলোনীতে ভাড়া থাকেন। তারা সম্পর্কে মামা ভাগ্নী। অভিযোগকারী থানা হাজতে আছেন। মামলা প্রক্রিয়াধীনে আছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর