[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৫ই মাঘ ১৪৩১

আনসারদের কাঁধে চড়ে ভোট দিলেন বেলাল

এবি

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৪, ১৩:১২

ছবি : সংগৃহীত

কাঁধে চড়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এসেছেন অসুস্থ বেলাল হোসেন (৬০)। কেন্দ্রে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের কাঁধে ভর দিয়েই দুই তালায় নিয়ে যান চলনশক্তিহীন বেলাল হোসেন ভোট দেন তিনি।

 

রোববার (৭ জানুয়ারি) সকাল পৌনে ৯ টার দিকে খুলনা মহানগরীর সুন্দরবন কলেজ কেন্দ্র ভোট দেন তিনি।

 

নগরীর টুটপাড়া এলাকার এই বাসিন্দা ভোট দিতে পেরে বলেন, আমি ভোট দিতে পেরে খুব খুশি। আমার খুব ভালো লাগছে।

 

কেন্দ্রের পোলিং অফিসার কৃষ্ণপদ গণমাধ্যমকে বলেন, সুন্দরবন কলেজ কেন্দ্রের দুটি সেন্টার রয়েছে। তার কেন্দ্রে ১৯৩৮ জন ভোটার রয়েছে।

 

প্রসঙ্গত, ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র‌্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতিকেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর