[email protected] শনিবার, ১৮ই জানুয়ারী ২০২৫, ৫ই মাঘ ১৪৩১

আদালত বর্জন নিয়ে যা বললেন আইনমন্ত্রী

এবি

প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২৪, ১৪:৩৪

ছবি : সংগৃহীত

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপিপন্থী আইনজীবীরা আদালত বর্জন করেছে, এটা নিছক রাজনৈতিক স্ট্যান্টবাজি; এর কোন মর্মার্থ নেই।

 

বুধবার (৩ জানুয়ারি) সকালে তার সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের আখাউড়ায় নির্বাচনী কর্মসূচিতে আসলে রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

 

আইনমন্ত্রী বলেন, আদালত আদালতের কাজ করে যাচ্ছে, আদালত তার বিচারকার্যে মনোনিবেশ করছেন, তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডের টেনে আনা তা বিএনপির ভুল এবং অন্যায়। আওয়ামী লীগ তামাশার নির্বাচন করছেন বিএনপির এমন মন্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপির বক্তব্যটাই তামাশা।

 

আনিসুল হক বলেন, জনগণ এই নির্বাচনকে মেনে নিয়েছে এবং এই নির্বাচনে জনগণ অংশগ্রহণও করবেন যা জনগণের কার্যকলাপে বোঝা যাচ্ছে। বিএনপি এ ধরনের কথা বলে যেতেই পারে কিন্তু বাংলাদেশের জনগণ সঠিকভাবে তাদের অধিকার ব্যক্ত করবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর