[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

রাজশাহীতে পেঁয়াজবোঝাই ট্রাক খাদে, চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৩, ০২:২৯

রাজশাহী নগরীতে পেঁয়াজবোঝাই ট্রাক খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে। ছবি-সংগৃহিত

রাজশাহী নগরীতে পেঁয়াজবোঝাই ট্রাক খাদে পড়ে দুরুল হুদা (৪৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) ভোরে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত দুরুল হুদা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীরপাড়ার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে। সোনামসজিদ স্থলবন্দর থেকে পেঁয়াজবোঝাই ট্রাকটি রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।

নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে ট্রাকটি নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারান চালন। ওই সময় সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে নেয়া হয়।
ওসি আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এনিয়ে আইনত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর