[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

পেঁয়াজবোঝাই ট্রাক খাদে পড়ে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৩, ০১:৫১

ছবি: সংগৃহীত

রাজশাহীতে পেঁয়াজবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুরুল হুদা (৪৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) ভোরে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীরপাড়ার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন- রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ স্থলবন্দর থেকে পেঁয়াজবোঝাই ওই ট্রাকটি মঙ্গলবার ভোরে রাজধানী ঢাকায় যাচ্ছিল। কাশিয়াডাঙ্গা এলাকায় পৌঁছলে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নিহতের দেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

ওসি বলেন, পেঁয়াজবোঝাই ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। এর মালিক এলে আইনি প্রক্রিয়ায় তার ট্রাক ও মালামাল বুঝিয়ে দেওয়া হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে বলে জানান তিনি।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর