[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৫ই মাঘ ১৪৩১

মাটিতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণে শিশু আহত

চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত:
৪ ডিসেম্বার ২০২৩, ০০:৫১

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাটিতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণে মো. সাজিদ আলি নামে এক শিশু আহত হয়েছেন। আহত সাজিদ একই গ্রামের দুরুল হুদার ছেলে।

রোববার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কেজিপুরে ঘটনাটি ঘটে।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মদ জানান, বিকেলে বাড়ির পাশের আম বাগানে খেলছিল সাজিদ। এ সময় মাটিতে পুঁতে রাখা একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে সাজিদ আহত হন।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর