[email protected] মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১

পুলিশ দেখে পালাতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

বগুড়া

প্রকাশিত:
৩ ডিসেম্বার ২০২৩, ২২:২০

ফোরকান হোসেন

বগুড়ার শাজাহানপুরে বিএনপির ডাকা অবরোধে মিছিলে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখে দৌড়ে পালানোর সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফোরকান হোসেন (৪০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

আজ রোববার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার সাজাপুর ফুলতলা ফটকি এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত ফোরকান হোসেন উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া সুফিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুরের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন এবং ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) বোর্ড মিলে চাকরি করতেন।

উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন জানান, ‘রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলতলা ফটকি এলাকায় হরতালের সমর্থনে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে নেতাকর্মীর উপর র‌্যাব-পুলিশের সদস্যরা অতর্কিত হামলা চালায়। এসময় দৌড়ে পালানোর সময় যুবদল নেতা ফোরকান হোসেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পড়ে যান। ওই অবস্থায় তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

সন্ধ্যায় শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ‘যুবদলের এক নেতার মৃত্যুর খবর তিনি পেয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের ধাওয়া খেয়ে যুবদল নেতার মৃত্যুর যে খবর রটেছে তা সঠিক নয়। এটা গুজব। মৃত ব্যক্তির পরিবারের লোকজন জানিয়েছেন ফোরকান হোসেনের হৃদরোগ ছিল। তাছাড়া ফোরকান মিছিলেও যাননি। টিএমএসএস বোর্ড মিলে চাকরিতে যাওয়ার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।’

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর