প্রকাশিত:
৩০ নভেম্বার ২০২৩, ২০:৫২
রাজশাহীর বাঘায় পাটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। বুধবার (২৯ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার নারায়ণপুর বাজারে এই ঘটনা ঘটে।
গোডাউন মালিক বিপদ কুমার সাহা বলেন, বুধবার রাত ৯টার দিকে গোডাউন বন্ধ করে নিজ বাড়িতে যাই। রাত ১২টার দিকে খবর পাই গোডাউনে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে। গোডাউনে ৪ হাজার মণ পাট রাখা ছিল। যার মূল্য ৯০ লাখ টাকার বেশি।
তিনি বলেন, গোডাউনের সমন্ত পাট পুড়ে গেছে। গোডাউনে কোনো বিদ্যুতের সংযোগ নেই। এখানে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার আশংকা নেই। সেক্ষেত্রে ধারণা করছি শত্রুতা করে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এ বিষয়ে থানাকে অবগত করা হয়েছে।
বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ৮ জনের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৫ ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়।
বাঘা থানার তদন্ত ওসি সবুজ রানা বলেন, খরব পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: