[email protected] শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

বিমানের সিটে মিলল সাড়ে তিন কোটি টাকার সোনা

চট্টগ্রাম

প্রকাশিত:
৩০ নভেম্বার ২০২৩, ১৫:০৮

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৮টি সোনার বার জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫৪ হাজার টাকা।

বুধবার (২৯ নভেম্বর) রাতে বিমানবন্দর কাস্টমস ও শুল্ক গোয়েন্দারা তল্লাশি অভিযান চালিয়ে এসব সোনার বার জব্দ করে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আবদুল মতিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া এয়ারলাইনসের ফ্লাইট নং-জি ৯৫২০ এ তল্লাশি চালানো হয়। এই সময় উক্ত ফ্লাইটের নাইন এফ সিটের নীচে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপ মোড়ানো দুইটি প্যাকেট পাওয়া যায়।

পরে প্যাকেট কাস্টমস ব্যাগেজ কাউন্টারে নিয়ে এসে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে ৩৮টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৪২০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫৪ হাজার টাকা। জব্দকৃত সোনার বার চট্টগ্রাম কাস্টম হাউসে হস্তান্তর করা হয়েছে।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর