[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

বগুড়ায় ২ ট্রাকে আগুন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

প্রকাশিত:
৩০ নভেম্বার ২০২৩, ১৪:৪৭

সংগৃহিত ছবি

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের আগে বগুড়ার শাজাহানপুরে বনানী এলাকায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টা ও সদরের জয়বাংলা এলাকায় রাত ১টার দিকে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বনানী এলাকায় ট্রাকে আগুনের বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, বগুড়া শিবগঞ্জ উপজেলায় আলুর বীজ নামিয়ে দিয়ে ট্রাকটি সিরাজগঞ্জ যাচ্ছিল।

পথে বনানীতে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে ট্রাকের গতিপথ রোধ করে ইট-পাটকেল ছুঁড়ে ভাঙচুর শুরু করে। চালক হামলা থেকে বাঁচার জন্য ট্রাকটি উল্টো ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করলে পাশের একটি গর্তে পড়ে যায়।

এই সময় তিনি সহকারীকে নিয়ে পালিয়ে গেলে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

অপরদিকে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান জানান, রাত ১টার দিকে সদরের জয়বাংলা হাট এলাকায় দই-মিষ্টির কাজে ব্যবহৃত একটি ট্রাকে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় কোনো হতাহত হয়নি।

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর