[email protected] মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

সঠিক শিক্ষা দিলে পথসভা করার প্রয়োজন হবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৯ নভেম্বার ২০২৩, ১৮:৩৫

ছবি: সংগৃহীত
আগামী প্রজন্মকে সঠিক শিক্ষা দিতে পারলে আগামীতে রাস্তায় দাঁড়িয়ে এ বিষয়ে পথসভা করার প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।

বুধবার (২৯ নভেম্বর) রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে 'আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩' উদ্যাপন উপলক্ষ্যে এক পথসভা শেষে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে ‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’ প্রতিপাদ্য নিয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী এই পথসভা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক বলেন, আমাদের সন্তানদের পারিরারিকভাবে ধর্মীয় ও সামাজিক মুল্যবোধ শিক্ষা দিতে হবে। আজ যারা নির্যাতিত হচ্ছে তারা আমাদের কারো না কারো বোন বা মা। আমরা যার যার ঘরের সন্তানদের ভালো মানুষ হওয়ার শিক্ষা দেই। সন্তানদের জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় না নেমে ভালো মানুষ হওয়ার  প্রতিযোগিতায় নামাতে হবে। এ সময় নারী নির্যাতন থেকে শুরু করে সকল ধরনের খারাপ কাজ থেকে নতুন প্রজন্মকে রক্ষা করার আহ্বান জানান তিনি।  

পথসভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর