[email protected] বুধবার, ২৭শে নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

৩ জনকে পিষে মেরে লরিটি আরেকজনকে টেনে নিয়ে যায় দুই কিমি

সারাবাংলা ডেস্ক

প্রকাশিত:
২৫ নভেম্বার ২০২৩, ১৬:৩০

ফাইল ছবি

বেপরোয়া গতির লরিটি তিনজনকে পিষে মেরেও থামেনি। উল্টো আরও গতি বাড়িয়ে এগিয়ে যাচ্ছিল চট্টগ্রাম শহরের দিকে। গাড়ির সামনের অংশে তখনো আটকে ছিলেন মোহাম্মদ মাজেদ নামের আরও এক শ্রমিক। বাঁচার আকুতি জানিয়ে হাহাকার করে যাচ্ছিলেন তিনি। কিন্তু তার সেই আর্তনাদ কানেই নেননি লরিচালক। শেষ পর্যস্ত দুই কিলোমিটার থেঁতলে নেওয়ার পর গাড়ির গতিরোধ করে ওই শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।

শনিবার (২৫ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে তিন শ্রমিককে পিষে মারার পর আরও এক শ্রমিককে টেনে নিয়ে যাওয়ার ঘটনা এভাবেই  তুলে ধরেন নিহতদের সহকর্মীরা।

গুরুতর আহত মাজেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই বিসিক শিল্পনগর সড়কের মুখে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা দীপন গ্যাস কোম্পানি লিমিটেডের স্টাফ। কর্ণফুলী গ্যাস কোম্পানি লিমিটেডের ঠিকাদার হিসেবে বারইয়ারহাট থেকে চট্টগ্রাম গ্যাসলাইন স্থাপনের কাজ করছিলেন তারা। ভোরে কাজে যোগ দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে হাঁটার সময় চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির কনটেইনার লরি সড়কের ফুটপাতে উঠে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আর দুই কিলোমিটার টেনে নিয়ে যাওয়া মাজেদও শঙ্কামুক্ত নন।

নিহতদের সহকর্মী ও কোম্পানির পাইপ ওয়েল্ডার মো. লাভলু ক্ষোভের সঙ্গে বলেন, তিনজনকে পিষে মারার পর কোথায় লরিটি থামাবেন চালক, উল্টো আরও এক শ্রমিককে দুই কিলোমিটার থেঁতলে টেনে নিয়ে যান। পরে বাদামতলী এলাকায় স্থানীয়রা গাড়িটি আটকিয়ে ওই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহত মাজেদ (৪২) বরিশালের মেন্দিহঞ্জ থানার উত্তর দাঁতপুর এলাকার বাসিন্দা। মিরসরাই সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দারোগাবাড়িতে বাসাভাড়া নিয়ে এই শ্রমিকেরা থাকতেন।

নিহত শ্রমিকদের রান্না করে খাওয়াতেন বাবুর্চি নজরুল আলী শেখ। সকালেও তাদের রান্না করে খাইয়েছেন, কিছুক্ষণ পরেই শোনেন মৃত্যুর খবর। বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না নজরুল আলী শেখ। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, সকালেও তাদের সঙ্গে কথা হলো, আর এখন তারা নেই। রাস্তার ফুটপাতে গিয়ে গাড়ি এভাবে তাদের পিষে মারল। আবার একজনকে টেনে নিয়ে গেল দুই কিলোমিটার। এটি দুর্ঘটনা না, হত্যাকাণ্ড। আমরা উপযুক্ত বিচার চাই।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, বিসিক এলাকায় চট্টগ্রামমুখী দ্রুতগামীর কনটেইনার লরির ধাক্কায় ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে কিছুটা দূরের এলাকা থেকে আরও একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। লরিটি আটক করে থানায় নিয়ে আসা হলেও চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর