[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

পদ্মা নদীতে মিলল ৫০ হাজার টাকার বাঘাইড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৪ নভেম্বার ২০২৩, ১৯:২৭

ছবি: সংগৃহীত
রাজশাহীর পদ্মা নদীতে জেলের জালে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে নগরীর নগরীর ধরমপুর জাহাজঘাট এলাকার পাশে পদ্মা নদীতে শাহ জামালের জালে মাছটি ধরা পড়ে। পরে সেটি বিক্রি হয় ৫০ হাজার টাকায়।

জেলে শাহ জামাল বলেন, সন্ধ্যায় নগরীর পাশে পদ্মা নদীতে জাল ফেলি। প্রায় চার ঘণ্টা পর মাছটি জালে আটকা পড়ে। সকালে স্থানীয় ব্যবসায়ী বজলুর রহমান মাছটি ৫০ হাজার টাকায় কিনে নিয়েছেন।

স্থানীর মাছের আড়ৎদার বজলুর রহমান বলেন, সকালে মাছটি নিয়ে আসলে আমি ৫০ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি। তারা মাছটি ঢাকায় নিয়ে যেতে চেয়েছিলেন। শ্যামপুর বালুঘাটের লোকজন নিজেরা মাছটি কিনে নিতে চায়।

রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, রাজশাহীর পদ্মায় বড় বড় মাছ পাওয়া যায়। নদীতে বিভিন্ন প্রজাতির মাছও জেলের জালে উঠে। এই মৌসুমে এই প্রথম এত বড় বাঘাইড় মাছ উঠলো। বাঘাইড় মাছ বাঘার দিকে বেশি পাওয়া যায়। এখন নদীতে পানি কমতে শুরু করেছে। মাছ ধরার মৌসুমও এখন। বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাবে নদীতে।
 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর