[email protected] বুধবার, ১৩ই নভেম্বর ২০২৪, ২৯শে কার্তিক ১৪৩১

রাজশাহীতে ২ গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৪ নভেম্বার ২০২৩, ১০:০৯

সংঘর্ষের ঘটনার পর থেকে বালিয়াপুকুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।  ছবি-সংগৃহিত

রাজশাহী নগরীর বালিয়াপুকুর এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনা পরিপ্রেক্ষিতে দুই গ্রুপের সংঘর্ষ হয়।

এতে আকরামুল হক গুড্ডু (৩৫) নামের একজন পায়ে গুলিবিদ্ধ হয়েছে। গুড্ডু কাউন্সিলর মনের অনুসারী বলে জানা গেছে। তিনি নগরী বড়বনগ্রাম এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

এদিকে সংঘর্ষের ঘটনার পর থেকে বালিয়াপুকুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ফোর্স নিয়ে উপস্থিত আছি। এই ঘটনায় পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর