[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৫ই মাঘ ১৪৩১

পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, আহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৩ নভেম্বার ২০২৩, ১১:২৬

ফাইল ছবি

রাজশাহীতে পুলিশের গাড়িতে একটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের রাজশাহী পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) রাত পৌনে ১০ টার দিকে নগরীর এয়ারপোর্ট থানার বায়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, রাজশাহী মেট্রোপলিটনের পুলিশ সদস্য মো. জাহিদুল ও শামীম হায়দার।

এয়ারপোর্ট থানার ওসি এমরান হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘রাতে বায়া বাজার সংলগ্ন মাছের  আড়তের নিকটে এয়ারপোর্ট থানার টহল পুলিশের গাড়িকে  লক্ষ্য করে কে বা কারা একটি ককটেল নিক্ষেপ করে।

এ সময় ককটেলটি বিস্ফোরণ হয়। নিক্ষেপের পরপরই তারা পার্শ্ববর্তী ফাঁকা বরই বাগানের দিকে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, ‘ককটেল বিস্ফোরণে এয়ারপোর্ট থানার ডিউটিরত দুই জন পুলিশ সদস্যরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে আহত হন।

পরবর্তীতে আহত কনস্টেবলদের রাজশাহী পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর