[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৫ই মাঘ ১৪৩১

চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে গেল দুর্বৃত্তরা

সিরাজগঞ্জ

প্রকাশিত:
২২ নভেম্বার ২০২৩, ১৫:৩৮

ফাইল ছবি

সিরাজগঞ্জের কামারখন্দে মানিক হোসেন (২৪) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (২২ নভেম্বর) সকালে উপজেলার ঝাঐল বাজারের উত্তর পাশের একটি বেতের ক্ষেত থেকে নিহতের মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত অটোরিকশা চালক সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

নিহতের পরিবার জানায়, মঙ্গলবার দুপুরে খাবার খেয়ে অটোভ্যান নিয়ে বের হয় মানিক। সন্ধ্যার পরেও বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন মানিকের মোবাইলে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও মানিকের সন্ধান পাওয়া যায় না।

কামারখন্দ থানা পুলিশের ওসি রেজাউল ইসলাম জানান, বুধবার সকালে একটি ক্ষেতের মধ্যে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। হত্যাকান্ডের রহস্য উন্মোচনে পুলিশ ও সিআইডি কাজ করছে।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর