[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৫ই মাঘ ১৪৩১

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

বগুড়া

প্রকাশিত:
২২ নভেম্বার ২০২৩, ১৫:২৮

ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় আহসান হাবিব (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন।

বুধবার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহসান হাবিব শেরপুর উপজেলার রনবীর ঘাটপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে।

জানা গেছে, বুধবার ভোরে নন্দীগ্রাম থেকে খালি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন আহসান হাবিব। পথে বগুড়া-নাটোর মহাসড়কের কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক সিএনজি চালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর চালককে উদ্ধার করে। চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আব্বাস আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে মনদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর