[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৫ই মাঘ ১৪৩১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণ, রুয়েট শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২২ নভেম্বার ২০২৩, ০৯:২৫

সংগৃহিত ছবি

ককটেল বিস্ফোরণে সংগ্রাম কুমার (২৪) নামে রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী আহত হয়েছেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর গোরহাঙ্গা রেলগেট কবরস্থানের সামনের এই ঘটনা ঘটে।

আহত শ্রী সংগ্রাম কুমার রুয়েটের ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স বিভাগের (ত্রিপল-ই) শেষ বর্ষের শিক্ষার্থী। এছাড়া তিনি রুয়েটের সেলিম হলের আবাসিক শিক্ষার্থী। ককটেলে পায়ে গুরুত্বর আঘাত পেয়েছেন তিনি। বর্তমানে তার রামেক হাসপাতালের চার নম্বর ওয়ার্ডে চিকিৎসা চলছে।

এ বিষয়ে বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ককটেল বিস্ফোরণ ঘটায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত হয়েছে। ককটেলের আলামত সংগ্রহ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ওসি আরও বলেন, কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা শনাক্ত করা যায়নি। সিটিটিভি ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে। জড়িতদের ধরতে এরই মধ্যে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর