[email protected] সোমবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১

সিরাজগঞ্জে গমবোঝাই ট্রাকে আগুন

সিরাজগঞ্জ

প্রকাশিত:
২০ নভেম্বার ২০২৩, ১২:৩৬

ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতালে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জে গমবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২০ নভেম্বর) ভোররাতে কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় উত্তরবঙ্গগামী ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি গমবোঝাই ট্রাক মহাসড়কের কোনাবাড়ি এলাকায় পৌঁছালে তাতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে টহলবাহী টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। কারা এই আগুন দিয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে, গত বৃহস্পতিবার ৯ নভেম্বর) সকালে একই উপজেলার ঝাউল ওভারব্রিজ এলাকায় একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। ওই ঘটনায় ট্রাক ড্রাইভার বাদী হয়ে মামলা করেছিলেন।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর