[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

বগুড়ায় ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা

বগুড়া

প্রকাশিত:
২০ নভেম্বার ২০২৩, ০০:১৫

সংগৃহীত ছবি

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের ইউসুবপুর এলাকায় ঘটনাটি ঘটে।

খোঁজ নিয়ে জানা গে‌ছে, সন্ধ্যার পর নন্দীগ্রাম কোয়ালিটি ফিড থেকে একটি খালি ট্রাক নাটোরের উদ্দেশ্যে যাচ্ছিল। বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম ইউসুবপুর এলাকায় পৌঁছলে কয়েকজন যুবক মোটরসাইকেল থেকে ইটপাটকেল ছুড়ে গতিরোধ করে ট্রাকটির। পরে তারা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নন্দীগ্রাম থানা পুলিশের ওসি আজমগীর হোসাইন ব‌লেন, দুর্বৃত্তরা ট্রাকে আগুন দিয়েছিল। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে এসে আগুন নেভানো হয়েছে। ট্রাকের সামনের কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর