infomorningtimes@gmail.com রবিবার, ১৪ই ডিসেম্বর ২০২৫, ৩০শে অগ্রহায়ণ ১৪৩২

নাটোরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন

নাটোর

প্রকাশিত:
১৯ নভেম্বার ২০২৩, ১৩:১৫

ছবি: সংগৃহীত

নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৯ নভেম্বর) ভোরে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে পেট্রোল ঢেলে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানান স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর-বগুড়া মহাসড়কের ভবানীগঞ্জ এলাকায় মুক্তি সেনা নামে একটি বাস দাঁড়িয়ে ছিল। ভোরে কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে কয়েকজন দুর্বৃত্ত ওই বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশের খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নাটোর সদর থানা পুলিশের ওসি নাসিম আহমেদ বলেন, দুর্বৃত্তদের শনাক্তে কাজ করছে পুলিশ। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর