[email protected] রবিবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৫, ১১ই ফাল্গুন ১৪৩১

জয়পুরহাটে দুর্বৃত্তের আগুনে পুড়ল পিকআপ

জয়পুরহাট

প্রকাশিত:
১৯ নভেম্বার ২০২৩, ১৩:০৪

সংগৃহীত ছবি

জয়পুরহাটে একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট-বগুড়া বাইপাস সড়কের দাদড়া জন্তিগ্রাম বিনশীরা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ধারকি এলাকা থেকে একটি খালি পিকআপ দাদড়া জন্তিগ্রাম বিনশীরা ব্রিজ এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক পিকআপের গতিরোধ করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

জয়পুরহাট সদর থানা পুলিশের ওসি হুমায়ূন কবির বলেন, বাইপাস সড়কে একটি পিকআপে কয়েকজন যুবক আগুন ধরিয়ে দেয়। ধারণা করছি, বিএনপির নেতাকর্মীরা এই কাজ করে থাকতে পারেন।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর