[email protected] সোমবার, ৭ই এপ্রিল ২০২৫, ২৪শে চৈত্র ১৪৩১

নাটোরে নাশকতার অভিযোগে জামায়াত নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, নাটোর

প্রকাশিত:
১৮ নভেম্বার ২০২৩, ১১:৫১

সংগৃহীত ছবি

ঢাকায় নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে জামায়াত নেতা ইব্রাহীম পাটোয়ারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক ইব্রাহীম পাটোয়ারী বড়াইগ্রাম উপজেলার ১নং জোয়ার ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর। বড়াইগ্রাম থানা পুলিশের ওসি মো. শফিউল আযম আটকের বিষয়টি নিশ্চিত করেছন।

ওসি শফিউল আযম জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী বাজার থেকে জোয়ার ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীরকে আটক করেছে পুলিশ। তিনি গত ২৮ অক্টেবর ঢাকায় নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর