[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

ছিনতাইয়ের পর ভ্যানচালককে হত্যা, ৩ জনের যাবজ্জীবন

বগুড়া

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৩, ০৫:২৫

দণ্ডপ্রাপ্তরা

বগুড়ায় মহিদুল ইসলাম হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রোববার (১৩ আগস্ট) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় দেন। এ সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডিতরা হলেন- সাইদুল, ফুটু ও জাহিদুল। তারা সবাই গাবতলীর মহিষাবান ইউনিয়নের দেবোত্তর পাড়ার বাসিন্দা। এদের মধ্যে সাইদুল পলাতক আছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০০ সালের ৭ নভেম্বর ভ্যানচালক মহিদুলকে হত্যা করে তার ভ্যান ছিনতাই করে আসামিরা। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে গাবতলী থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাছিমুল করিম হলি বলেন, আসামিরা মহিদুলের পূর্ব পরিচিত ছিলেন। তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে মহিদুলের ভ্যান ভাড়া করে সেই দিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছিলেন। পরে সুযোগ বুঝে মাহিদুলকে হত্যা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর