[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

টেকনাফে দেয়াল ধসে চারজনের প্রাণহানি

কক্সবাজার

প্রকাশিত:
১৭ নভেম্বার ২০২৩, ১৪:২৮

প্রতিকী ছবি

কক্সবাজারের টেকনাফে বসতঘরের মাটির দেয়াল ধসে একই পরিবারের মা ও তিন ছেলে-মেয়ে নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর চারটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজারের মরিচ্যাঘোনার পানিরছড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, পানিরছড়া এলাকার ফকির মোহাম্মদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া বেগম (১১)।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী স্থানীয়দের বরাত দিয়ে জানান, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই গুড়ি-গুড়ি বৃষ্টি হচ্ছে।

রাত আটটার পর থেকে কয়েক দফায় ভারী ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকে। এতে ফকির মোহাম্মদের বসতঘরের মাটির দেওয়াল ধসে পড়ে। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন মাটি থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করে।’ বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানান চেয়ারম্যান।

মৌলভী বাজারের স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম বলেন, ‘অনেকেই মাটির দেয়াল দিয়ে ঘর তৈরি করেন। এসব ঘরগুলো বসবাসের জন্য আরামদায়ক হলেও বর্ষাকালে বা প্রাকৃতিক দূর্যোগে ধসে পড়ার ঝুঁকি থাকে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী জানান, ‘মাটি দিয়ে তৈরি ঘরের দেয়াল ধসে চারজনের মৃত্যু হয়েছে। তারা একই পরিবারের সদস্য।

এ ধরনের ঘরে বসবাসরত অন্য পরিবারগুলোর খোঁজ নেওয়া হচ্ছে। প্রয়োজনে তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হবে।’

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর