[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

বগুড়ায় ২ খালি ট্রাকে আগুন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

প্রকাশিত:
৯ নভেম্বার ২০২৩, ১১:৩২

ফাইল ছবি

বগুড়া সদরে দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেল থেকে আলু লোডের অপেক্ষায় থাকা খালি ট্রাকে আগুন ধরে গেছে। বুধবার রাত পৌনে ১০টার দিকে মানিকচক বাজারে দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন। বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন এ তথ্য দিয়েছেন।

এছাড়া সদরের পিকেটারা ঢাকাগামী ভাঙারি পণ্যবাহী ট্রাকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে দীঘলকান্দি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। 

হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, আগুনে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, অবরোধকারী দুর্বৃত্তরা ট্রাক থামিয়ে পেট্রল ঢেলে আগুন দেয়। এতে ট্রাক ও ভাঙারি পণ্য পুড়ে যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হবে।

অপরদিকে দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ট্রাকের ওপর ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ককটেল বিস্ফোরণ হয়ে ট্রাকে আগুন ধরে যায়।

পুলিশ কর্মকর্তারা জানান, অবরোধকারীরা রাতের আধারে দীঘলকান্দি ও মানিকচকে দুটি ট্রাকে আগুন দেয়। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর