[email protected] মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

এমপি এনামুলের আপত্তিকর অডিও ফাঁস, অপসারণের দাবি এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৮ নভেম্বার ২০২৩, ২০:২৭

ফাইল ছবি

রাজশাহী-৪ আসনের (বাগমারা) এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের নারী কেলেংকারী যেনো পিছুই ছাড়ছে না। এবার তার একটি আপত্তিকর অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। দুইদিন যাবৎ অডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। এর আগে গত এপ্রিল মাসে আরও একটি ভিডিও ভাইরাল হয়। এতে রাজশাহীতে বইছে সমালোচনার ঝড়। এলাকাবাসী দাবি তুলেছেন অপসারণের।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে নগরীর আলুপট্টি মোড় এলাকায় সংসদ সদস্য এনামুলের অপসারণের দাবীতে মানববন্ধন করেন এলাকাবাসী।

মানববন্ধনে তারা বলেন, এমপি এনামুল হকের এমন একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম। যা শুনে আমরা খুবই লজ্জিত। একজন সংসদ সদস্যের কাছ থেকে এলাকাবাসী এসব কখনো আশা করে না। এর আগেও তার একটি ভিডিও ভাইরাল হয়। যা দেখে আমরাখুবই লজ্জিত ও হতাশ। এলাকাবাসী এমন নেতা চাননা। আমরা সৎ নেতা চাই। যিনি জনগনের জন্য কাজ করবে। আমরা বাগমারাবাসি চরম হতাশ কারণ একজন আইন প্রনেতার বারবার এরকম অশ্লীল অডিও ভিডিও দেখতে হবে। যারা রাজনীতি করি তাকে নিয়ে অনেক জায়গায় আমাদেরকে লজ্জিত হতে হয়। বাগমারাবাসি এসব থেকে পরিত্রাণ চায়। নতুনদের মধ্যে একজন দেশপ্রেমী নেতা চাই।

এলাকাবাসী বলছেন, তার অনেক ধরনের দুর্নীতি রয়েছে, তিনি নারীভোগী ব্যক্তি। এমন একজন সংসদ সদস্যকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এ কারণেই আমরা পরিবর্তন চাই। যেই নারীর সাথে অডিও ফাঁস হয়েছে সেই নারীর সাথে তার সাত বছরের সম্পর্ক চাকরি দেওয়ার  প্রলোভন দেখিয়ে তাকে বিভিন্ন সময় অবৈধভাবে মেলামেশা করে। আর তার কাছে বাগমারাবাসী নিরাপদ নয় বলে আজকে আমরা এই মানববন্ধনে নামতে বাধ্য হয়েছি। প্রধানমন্ত্রী বরাবর এই সংসদ সদস্যের পরিবর্তন চেয়ে আবেদন জানান।

এর আগে গত এপ্রিল মাসেই সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের ৫ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা ঘটে।

ভিডিওতে এক তরুণীর সঙ্গে ‘এমপি এনামুল’কে কথা বলতে দেখা গেছে। নিজের দামি দামি গাড়ি, হাজার কোটি টাকা ‍ঋণ, কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি নিয়েও তাকে কথা বলতে শোনা যায়।

এ বিষয়ে জানার জন্য রাজশাহী-৪ আসনের (বাগমারা) এমপি ইঞ্জিনিয়ার এনামুল হককে একাধিকবার কল দিলেও ফোন ধরেননি।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত আপত্তিকর ভিডিও প্রচার বা মানহানির অভিযোগ এনে কেউ কিছু বলেননি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর