[email protected] শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

জয়পুরহাটের ফিলিং স্টেশনে বিস্ফোরণ, একজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট

প্রকাশিত:
৮ নভেম্বার ২০২৩, ১১:৪৫

ফাইল ছবি

জয়পুরহাটের আক্কেলপুর এলপিজি ফিলিং স্টেশনে গ্যাসের ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই ফিলিং স্টেশনের একজন কর্মচারী দগ্ধ হয়েছেন। তার শরীরের অধিকাংশ পুড়ে গেছে বলে চিকিৎসক জানিয়েছেন। 

মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে আক্কেলপুর পৌরশহরের চার মাথার মোড় এলাকায় অবস্থিত ওই ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ফায়ার সাভির্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

আগুনে দগ্ধ ওই কর্মচারীর নাম সাইফুল ইসলাম (৫০)। তিনি আক্কেলপুর পৌরশহরের হাজিপাড়া মহল্লার বাসিন্দা।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাকসুদুল হাসান বলেন, সাইফুল ইসলামের প্রায় পুরো শরীর পুড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এলপিজি ফিলিং স্টেশনের কর্মচারী আজিজুল ইসলাম বলেন, আমার রাত ৯টার সময় ডিউটি ছিল। সাইফুল দিনে ডিউটি করেছেন। আমি একটু দেরিতে এসেছি। সাইফুল আমাকে দায়িত্ব বুঝে দেওয়ার আগে এলপিজি স্টেশনের পাইপ পরিষ্কার করছিল। এসময় আমি বাইরে ছিলাম। হঠাৎ করেই এলপিজি ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে সাইফুলের শরীর আগুন লেগে যায়।

আক্কেলপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার হাবিবুর রহমান বলেন, এলপিজি ফিলিং স্টেশনের ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ফিলিং স্টেশনের কর্মচারী দগ্ধ হয়েছেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছি।

আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, এলপিজির পাইপ জমে গেছিল। সেটা ওই ফিলিং স্টেশনের একজন পরিষ্কার করতে গিয়ে লিকেজ থেকে ট্যাংকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাকে বগুড়া পাঠানো হয়েছে

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর