[email protected] মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

দ্বিতীয় দফার অবরোধেও আন্ত:যান চলাচল স্বাভাবিক, মহাসড়কে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৫ নভেম্বার ২০২৩, ২০:৩৮

ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার দু’দিনের অবরোধের প্রথম দিনে যান চলাচল ছিল স্বাভাবিক। তবে সকাল সাড়ে ৬টার দিকে নগরীর তালাইমারী কাজলা অক্ট্রয়মোড় এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় বিএনপি-জামায়াতের কর্মীরা। এদিকে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।

রোববার (৫ নভেম্বর) সকাল থেকে সরেজমিনে নগরীর সাহেববাজার, সিঅ্যান্ডবি, লক্ষীপুর, বর্ণালী, রেলগেট, স্টেশন, শালবাগান, ভদ্রা ও তালাইমারী মোড় ঘুরে যান চলাচলের চিত্র দেখা গেছে। তবে দুরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। পণ্যবাহী ট্রাকও চলাচল করতে দেখা গেছে। নগরীর মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। এর মাঝেও ভোরে তালাইমারীর অক্টোয় মোড়ে ককটেল ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিএনপি-শিবিরের কর্মীরা। এসময় তারা চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ যাওয়ার আগেই তারা পালিয়ে যায়।

লক্ষীপুরে ব্যাটারিচালিত রিকশাচালক রমজান আলী বলেন, আগের সপ্তাহে হরতাল আর অবরোধে দুইদিন গাড়ি বের করেনি। বৃহস্পতিবার গাড়ি বের করেছি। একদিন গাড়ি বন্ধ রাখলে আমাদের অনেক ক্ষতি হয়।

বর্ণালী মোড়ে অটোরিকশার অপেক্ষায় থাকা বারিকুল আলম নামের এক যাত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে। স্বাভাবিক দিনের মতো গাড়ি চলছে। দূরপাল্লার বাস বন্ধ হলেও নগরীর রেলগেট থেকে চলছে আন্তজেলা বাস।

চাঁপাইনবাবগঞ্জের বাস চালক আনোয়ার হোসেন বলেন, চাঁপাই থেকে সকালে ছেড়ে এসেছি। আবার এখন চাঁপাই যাবো। কিছুটা ভয়ও কাজ করছে। কিন্তু তারপরও বের হয়েছি। সড়কে পুলিশ ও ট্রাফিক পুলিশ আছে। এদিকে সকালে প্রতিদিনের মতো ট্রেন ছেড়ে গেছে।

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর