[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৩, ০১:১৮

প্রতীকী ছবি

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে দ্বীপ বাবু (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দ্বীপ বাবু মহানগরীর বোয়ালিয়া থানার হেতমখাঁ হরিজনপল্লীর আমির লালের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর গভার্নমেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার কর্মকার।

তিনি বলেন, সকালে মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা পাঠার মোড় এলাকার ফুটপাতে অনেকেই মর্নিং ওয়ার্ক করছিলেন। এ সময় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেনের ইঞ্জিনের ওপর বসে ছিলেন ওই যুবক। ট্রেনটি ডিঙ্গাডোবা এলাকায় পৌঁছালে চলন্ত ইঞ্জিনের ওপর থেকে হঠাৎ দ্বীপ বাবু রেললাইনের ওপর ছিটকে পড়ে যান। পরে ওই ট্রেনেই কাটা পড়ে তার মৃত্যু হয়। সবার ধারণা ও যুবক মানসিক ভারসাম্যহীন।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা নিহত যুবকের সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে খবর পেয়ে নিহত যুবকের বাড়ির লোকজনও থানায় আসে। এ সময় তার নাম পরিচয়ও শনাক্ত করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর