infomorningtimes@gmail.com সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ৯ই অগ্রহায়ণ ১৪৩২

বিছানায় পড়ে ছিল সেনা সদস্যের স্ত্রীর গলা কাটা লাশ

কু‌ড়িগ্রাম

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৩, ২২:৪২

স্বজনরা

কু‌ড়িগ্রা‌মের উলিপুরে শোবার ঘর থে‌কে রোকাইয়া আক্তার রিং‌কি (১৮) না‌মের এক তরুণীর গলা কাটা লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

রোববার (১৩ আগস্ট) উপ‌জেলার পাণ্ডুল ইউনিয়‌নের তে‌লিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন পাণ্ডুল ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলাম।

জানা গে‌ছে, ক‌য়েক মাস মাস আগে ওই এলাকার রেজাউল ক‌রি‌মের মে‌য়ে রিং‌কির বি‌য়ে হয়।

স্বামী কর্মস্থ‌লে থাকায় বি‌য়ের পর থে‌কে রিং‌কি প্রায় সময় তার বাবার বা‌ড়ি‌তেই থাকতেন। গতকাল শ‌নিবার রিং‌কির বাবা-মা‌ বা‌ড়ি‌তে না থাকায় একা ঘু‌মি‌য়ে‌ছি‌লেন তি‌নি। সকা‌লে তার সাড়াশব্দ না পে‌য়ে দরজা ভে‌ঙে ঘ‌রে ঢু‌কে গলা কাটা লাশ দেখ‌তে পান স্বজনরা। খবর পে‌য়ে পুলিশ লাশ উদ্ধার ক‌রে।

এ ঘটনায় কুড়িগ্রাম থানার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ক‌রে‌ছেন।

ক‌য়েকজন স্থানীয় বা‌সিন্দা জানান, একই উপ‌জেলার মাঝ‌বিল এলাকার এক সেনা সদস্যের স‌ঙ্গে রিং‌কির বি‌য়ে হয়। রিং‌কির স্বামী চাকরির সুবা‌দে চট্টগ্রা‌ম থাকেন। গতকাল শ‌নিবার রাগ করে মেয়েটির বাবা তার কর্মস্থল লালমনিরহাটের পাটগ্রামে চলে যান।

আর মেয়ের নানাবাড়িতে চলে যান তার মা। রাতে তার দাদা-দাদি এবং ছোট ভাই বাড়িতেই ছিল। অন্য রা‌তে রিংকি তার মায়ের সঙ্গে ঘুমালেও শনিবার রাতে একাই ঘরে ঘুমিয়ে পড়েন।

উলিপুর থানা পুলিশের ওসি তদন্ত তামবিরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: কালের কণ্ঠ

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর