[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

অবরোধ মোকাবিলায় মাঠে আনসার-ভিডিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৩১ অক্টোবার ২০২৩, ২১:১৬

অবরোধ মোকাবিলায় মাঠে আনসার-ভিডিপি

সারাদেশের মতো রাজশাহীতেও পালন হচ্ছে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচী। বিএনপি-জামায়াতের দেয়া তিন দিনের দেশব্যাপী অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় মাঠে নেমেছে আনসার-ভিডিপির সদস্যরা।

সোমবার (৩০ অক্টোবর) আনসার ও ভিডিপি‘র রাজশাহী জেলা কমান্ড্যান্ট মো. রাকিবুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজশাহীতে বিএনপি-জামাতের অবরোধ মোকাবেলায় সক্রিয়ভাবে কাজ করছে আনসার-ভিডিপি‘র সদস্যরা। জেলার রেলস্টেশন, রেললাইন রক্ষা, বাসস্ট্যাশন ও সড়ক পথে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রায় তিন শতাধিক আনসার ভিডিপি সদস্যরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রাতদিন কাজ করছে। এছাড়া রাজশাহী জেলার ৬৮ টি গুরুত্বপূর্ণ কেপিআই সমূহে নিরাপত্তা নিশ্চিত করছেন।

এদিকে নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ ও র্যাবকে বিভিন্ন রাস্তায় টহল দিতে দেখা গেছে। একই সঙ্গে নিরাপত্তায় আছে বিজিবিও। নগরজুড়ে চলছে র্যাব পুলিশের টহল।

উল্লেখ্য, সরকারের পদত্যাগ দাবিতে বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। গত রোববার (২৯ অক্টোবর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিন দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামী ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর এ কর্মসূচি পালন করবেন তারা।

এদিকে বিএনপির অবরোধ কর্মসূচি ঘোষণার পরেরদিন সোমবার জামায়াতে ইসলামীও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। তারাও ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর এই কর্মসূচি পালন করবে।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর