প্রকাশিত:
৩০ অক্টোবার ২০২৩, ২০:১৪
রাজশাহীতে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মো. গোলাম কাজেম আলী আহমদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেছেন দেবীনগর স্টুটেন্ট কমিউনিটি, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) রাজমাহী শাখা।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে দেবীনগর স্টুটেন্ট কমিউনিটির আয়োজেনে এক মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, কে বা কারা ডক্টর গোলাম কাসেম আলী আহমদকে হত্যা করেছে। যে কারণেই তাকে হত্যা করা হোক না কেন এর সুষ্ঠু তদন্ত চাই। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
এদিন আলাদা আলাদা প্রেস বিজ্ঞপ্তি দেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) রাজমাহী শাখা।
বিজ্ঞপ্তিতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) জানান, রাজশাহীর চর্মরোগ বিশেষজ্ঞ ও রাজশাহী মেডিকেল কলেজের সাবেক ছাত্র ডা. মো. গোলাম কাজেম আলী আহমাদ রোববার (২৯ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। এনডিএফ নেতারা চিকিৎসকদের ওপর ধারাবাহিক নিরাপত্তাহীনতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মো. গোলাম কাজেম আলী আহমদের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এনডিএফ‘র সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক, ডা. গোলাম কাজেম আলী আহমাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
অপরদিকে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী মেডিকেল কলেজের ৪২ তম ব্যাচের ছাত্র এবং রাজশাহী অঞ্চলের জনপ্রিয় ডার্মাটোলজি বিশেষজ্ঞ ডাঃ গোলাম কাজেম আলী আহম্মেদ, গতকাল রাতে পপুলার ডায়াগনষ্টিক সেন্টার, রাজশাহীর চেম্বার থেকে রোগী দেখে উপশহরস্থ বাসায় যাওয়ার পথে বর্ণালী মোড়ে আনুমানিক রাত পোনে ১২ টার দিকে অজ্ঞাত নামা কয়েকজন সন্ত্রাসী মাইক্রোবাস থেকে নেমে তাকে বহনকারী মোটরসাইকেলের গতিরোধ করে তার বুঝে ছুরিকাঘাত করে এবং হাসপাতালে নেবার পথেই তিনি মৃত্যুবরণ করেন।
মরহুমের মৃত্যুতে বিএমএ, রাজশাহী গভীর শোক প্রকাশ করছে, তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে এবং অতি দ্রুত আইনের আওতায় এনে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।
এছাড়া আজ থেকে রাজশাহীর সকল প্রাইভেট চেম্বার প্র্যাকটিস বন্ধ থাকবে। আগামীকাল সকাল ১০ টায় মানববন্ধন ও কালো ব্যাচ ধারন ও খুনিদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার জন্য পুলিশ প্রশাসনের সাথে আলোচনা ও স্মারকলিপি প্রদান করা হবে।
সোমবার দুপুরে এ বিষয়ে এক জরুরী বর্ধিত সভায় সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন বিএমএ, রাজশাহীর সভাপতি অধ্যাপক ডাঃ এবি সিদ্দিকী ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ নওশাদ আলী।
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: