[email protected] শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২

রাজশাহীতে বেড়াতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৫ অক্টোবার ২০২৩, ২১:৩৭

ফাইল ছবি

রাজশাহীতে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে পবিত্র সিংহ (৪০) নামের  এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে নগরীর বেসরকারি এক হাসপাতালে মারা যান তিনি। পরে বুধবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।

ভারতীয় ওই নাগরিকভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিবপুর থানার মধ্যম কেন্দুয়া আইহো গ্রামের মৃত হরি গোপাল সিংহের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপির রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল হক। তিনি বলেন, গত ১৭ অক্টোবর রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকায় তার আত্মীয় অলোক কুমারের বাড়িতে বেড়াতে আসেন পবিত্র সিংহ। মঙ্গলবার রাতে তার বুকে ব্যথা শুরু হলে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যান পবিত্র সিংহ।

এ ব্যাপারে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ বলেন, আমাদের এখানে ভর্তি ছিলেন না তিনি। বুধবার সকালে তাকে মৃত অবস্থায় নিয়ে এসেছে। মরদেহ এখন মর্গে থাকবে। তারপর এখান থেকে ফরেনসিকে ও মেডিকেল কলেজে চলে যাবে। বিষয়টি পুলিশ দেখছে।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর