[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

পদ্মায় নিখোঁজের দু’দিন পর মিলল শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৪ অক্টোবার ২০২৩, ২১:০৯

ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে সিয়াম হোসেন (৮) নামের এক শিশুর নিখোঁজের দু’দিন পর ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নদীর সড়কঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার হয়।

এর আগে রোববার বেলা ১২টার দিকে সিয়াম পদ্মা নদীর গোকুলপুর তাহেরেরঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।

সিয়াম বাঘা পৌর এলাকার কলিগ্রামের মনোয়ার হোসেন পিন্টুর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের একটি দল চেষ্টা চালিয়ে শিশুর লাশ উদ্ধার সম্ভব হয়নি। পরে পরিবারের লোকজন ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করেন।

তিনি বলেন, সিয়াম গোকুলপুরে তার নানা জামাত আলীর বাড়িতে বেড়াতে যায়। রোববার দুপুরে সহপাঠিদের সাথে পদ্মায় গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত সিয়ামের সন্ধান পাওয়া যায়নি। ঘটনার দু’দিন পর পরিবারের সদস্যরা নদীতে খুঁজতে গিয়ে সিয়ামের ভাসমান লাশ দেখতে পান।

এ বিষয়ে নানা জামাত আলী বলেন, সিয়াম কয়েক দিন আগে আমার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে বন্ধুদের সাথে পদ্মায় গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। দু’দিন পর তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। সিয়াম কালিদাশখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর