[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিলেন যুবক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

প্রকাশিত:
২৪ অক্টোবার ২০২৩, ১৫:০২

ফাইল ছবি

বগুড়ার শেরপুরে গলায় ফাঁস দিয়ে নয়ন (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী দক্ষিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত নয়ন ওই গ্রামের মজনু মিয়ার ছেলে। নয়ন ঢাকার একটি বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থী।

এলাকাবাসী জানান, নয়নের বাবা ঢাকায় সিলিং মিস্ত্রির কাজ করেন। গতকাল সোমবার নয়ন ঢাকা থেকে বাড়িতে আসে। আজ সকালে ঘুম থেকে না উঠায় তার মা ৯টার দিকে দরজার ফাঁক দিয়ে দেখতে পান নয়ন সেলিং ফ্যানের সাথে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলে আছে। তার মায়ের চিৎকারে বাড়ির পাশের লোকজন এসে মরদেহ নামায়।

নাম প্রকাশে অনিচ্ছুক বাড়ির পাশের লোকজন বলেন, পারিবারিক বিষয় নিয়ে রাতে মায়ের সাথে নয়নের কথা কাটাকাটি হয়। পরে, রাতের খাবার খেয়ে সে নিজ ঘরে ঘুমাতে যায়। সকালে শুনলাম সে আত্মহত্যা করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানা পুলিশের ওসি বাবু কুমার সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর