[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৫ই মাঘ ১৪৩১

রাজশাহী মেডিকেলে ডেঙ্গু রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৩ অক্টোবার ২০২৩, ১৯:০৮

প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোঃ রাহাইনুল হক (৭২) নামে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। গত রোববার (২২ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।

ডেঙ্গুতে মারা যাওয়া রোগী রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বাসিন্দা। বাবার নাম মোঃ আইনুল ইসলাম। তিনি পেশায় একজন সরকারি চাকরিজীবী।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোগীর কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। গত ৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন, ২ দিন ধরে মাথা ব্যাথায় ব্যথিত ছিলেন। পরে গত ১৭ অক্টোবর রাত ৯ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ড এ ভর্তি করা হয় । রোগীর অবস্থা ক্রমান্বয়ে সঙ্কটজনক ছিল। উন্নত ব্যবস্থাপনার জন্য ১৯ অক্টোবর জেরিয়াট্রিক এবং পেডিয়াট্রিক আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু রোগী ছিল ২২ অক্টোবর সকাল ৯ টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক বলেন, এ নিয়ে রামেক হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে মোট ১৯ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হলো। বর্তমানে হাসপাতালে ১৯২ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। ডেঙ্গু জ্বর নিয়ে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ৩৩১৭ জন রোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২২৫২ জন রোগী। বাকিরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হন। মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩১০৬ জন রোগী।

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর