[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

শাজাহানপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

প্রকাশিত:
২২ অক্টোবার ২০২৩, ১১:৩৪

ফাইল ছবি

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার দুর্বৃত্তের ছুরিকাঘাতে জুনায়েত ইসলাম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বেজোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুনায়েত শাজাহানপুর উপজেলার সুজাবাদ পূর্বপাড়ার আব্দুল জব্বারের ছেলে। আহতরা হলেন— শাজাহানপুর উপজেলার সুজাবাদ বালাপাড়ার আব্দুল হান্নানের ছেলে মিল্লাত হোসেন (১৪) ও একই উপজেলার গন্ডগ্রামের মো. গাফফারের ছেলে অটো চালক জাকিরুল (৩০)। আহতরা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শাজাহানপুর থানা পুলিশের ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শাজাহানপুর থানা পুলিশ, স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় অটো থেকে খারাপ ভাষায় কিছু একটা বলে। পরে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা ফিরে এসে অটোতে থাকা যাত্রীদের ওপর হামলা করে। এতে তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুনায়েত ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় আহত অপর দুজন চিকিৎসাধীন রয়েছেন।

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, জুনায়েতের বুকে ছুরিকাঘাত করা হয়েছে। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ও জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর