infomorningtimes@gmail.com মঙ্গলবার, ২৭শে জানুয়ারী ২০২৬, ১৪ই মাঘ ১৪৩২

যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

যশোর

প্রকাশিত:
১৬ অক্টোবার ২০২৩, ১৪:১৯

উদয় শংকর বিশ্বাস

যশোরের মণিরামপুরে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক উদয় শংকর বিশ্বাসকে (৪২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার পাঁচাকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত উদয় শংকর বিশ্বাস উপজেলার পাঁচাকড়ি গ্রামের মৃত রঞ্জিত বিশ্বাসের ছেলে। উদয় শংকর বিশ্বাস উপজেলার নেহালপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক, নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।

নিহত উদয় শংকরের কাকা সুজন বিশ্বাস জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় টেকেরঘাট বাজারে সবজিসহ কাঁচা বাজার কিনতে যায় উদয়। দুর্বৃত্তরা উদয়কে পেছন দিক থেকে গুলি করেছে। গুলি পাঁজরের নিচে বিদ্ধ হয়েছে।

মণিরামপুর থানা পুলিশের ওসি শেখ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত বলতে পারবো। সূত্র: বিডি প্রতিদিন

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর