[email protected] সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ময়মনসিংহে বাসচাপায় ৪ গার্মেন্টসকর্মী নিহত

ময়মনসিংহ

প্রকাশিত:
১১ অক্টোবার ২০২৩, ১২:৫৮

সংগৃহীত ছবি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাট এলাকায় বাসের চাপায় চারজন গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।

আজ বুধবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে শেরপুর থেকে ঢাকাগামী এস এস ট্রাভেলসের একটি বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাটে চাকা পাঙচার হলে বাসের যাত্রীরা অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন।

বাসে পোশাক কারখানার বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। ওই সময় সেখানে পোশাক কারখানার একটি বাস এসে দাঁড়ায়। ওই বাসে যাত্রীরা উঠার সময় পেছন থেকে আরেকটি বাস এসে যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং ১০ জন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- চুরখাই এলাকার লিটন (২৮), ত্রিশালের জেসমিন আক্তার ও ত্রিশাল নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (২৮)। অন্য জনের পরিচয় পাওয়া যায়নি।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদেকুর রহমান জানান, নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। আহত ১০ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ত্রিশাল থানা পুলিশের ওসি মাইন উদ্দিন জানান, দুর্ঘটনার পর কিছুক্ষণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে। সূত্র: কালের কণ্ঠ

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর