[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

দেবরের মৃত্যুর খবরে মারা গেলেন ভাবি

নিজস্ব প্রতিবেদক, নাটোর

প্রকাশিত:
১০ অক্টোবার ২০২৩, ১৯:৫৫

সংগৃহিত ছবি

নাটোরের বাগাতিপাড়ায় দেবরের হঠাৎ মৃত্যুর খবর পেয়ে শোক সইতে না পেরে মারা গেলেন ভাবিও। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

মৃত দেবর ফজলুর রশিদ (৩৯) বেগুনিয়া পশ্চিমপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আর ভাবি রোজিনা বেগম নাইচ (৪০) তার বড় ভাই বজলুর রশিদের স্ত্রী। ভাবি রোজিনা বেগম স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করতেন। 

একই পরিবারের দুই জনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার তমালতলা হাটে সবজি বিক্রি করে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরেন ফজলুর রশিদ। বাড়িতে পৌঁছে অসুস্থ হয়ে হঠাৎ করেই তিনি মারা যান।

 তার মৃত্যুর খবর বাড়ি থেকে মোবাইল ফোনে ঢাকায় থাকা ভাই-ভাবিকে জানান পরিবারের লোকজন। দেবরের মৃত্যুর খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন ভাবি রোজিনা বেগম। 

অসুস্থতা নিয়েই লাশ দেখতে দ্রুত ঢাকা থেকে বাসযোগে রওনা দেন। পথিমধ্যে গাজীপুর কালিয়াকর এলাকায় পৌঁছলে গুরুত্বর হয়ে পড়েন। 

পরে সেখানে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মঙ্গলবার সকালে লাশ বাগাতিপাড়ার বাড়িতে আনা হয়। 

স্থানীয় পাঁকা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা ২টায় স্থানীয় স্কুল মাঠে উভয়ের জানাজা শেষে বেগুনিয়া কবরস্থানে দাফনের কথা রয়েছে। 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর