infomorningtimes@gmail.com সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ৯ই অগ্রহায়ণ ১৪৩২

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পিয়ন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নাটোর

প্রকাশিত:
৮ অক্টোবার ২০২৩, ২১:২৫

গ্রেপ্তার পিয়ন আবু সাদাদ। ছবি: সংগৃহিত

নাটোরের নলডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পিয়ন আবু সাদাদকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার ভোরে উপজেলার একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিয়ন পদে কর্মরত।

র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার জানান, অভিযুক্ত আবু সাদাদ পিয়নের চাকরির পাশাপাশি শিশুদের দেখাশোনা করত। 

ভুক্তভোগী শিশুটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। সে তাকে মামা বলে ডাকত। গত ২ অক্টোবর সকালে শিশুটি বিদ্যালয়ের মাঠে খেলা করার সময় পিয়ন তাকে ডেকে একটি শ্রেণিকক্ষে নিয়ে ধর্ষণ করেন।

পরে ভুক্তভোগী তার বাবা-মায়ের কাছে ঘটনা জানায়। তারা অভিযুক্তের কাছে বিষয়টি জানতে চাইলে বিভিন্ন জনের মধ্যস্থতায় ১০ হাজার টাকায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে শিশুর বাবা নলডাঙ্গা থানায় ধর্ষণ মামলা করেন। 

এ ঘটনার পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। একপর্যায়ে রোববার ভোরে অভিযান চালিয়ে আবু সাদাদকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাবের এ কর্মকর্তা আরও জানান, আসামি আবু সাদাদকে নলডাঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর