[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজা নিহত

ময়মনসিংহ

প্রকাশিত:
৬ অক্টোবার ২০২৩, ১৭:২৪

সংগৃহীত ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে বৃষ্টির মধ্যে মাছ ধরার সময় বজ্রপাতে সোহেল মণ্ডল (৪২) ও রাজিব মণ্ডল (৩৫) নামের দুই চাচা-ভাতিজা নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৬ অক্টোবর) ভোর ৬টা ৩৫ মিনিটে উপজেলার পাগলা থানাধীন সতেরোবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল মণ্ডল সতেরোবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও রাজিব মণ্ডল একই পরিবারের আকবর মণ্ডল বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে মুষলধারে বৃষ্টির মধ্যে সোহেল মণ্ডল ও তার ভাতিজা রাজিব মণ্ডল বাড়ির পাশে ধানক্ষেতের আইলে চাই পেতে মাছ ধরতে যান।

এ সময় হঠাৎ বজ্রপাতে চাচা-ভাতিজা দুজনই অজ্ঞান হয়ে পড়ে যান। পরে পরিবারের লোকজন খোঁজ পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

চাচা-ভাতিজার মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে বলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব।

পাগলা থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। সূত্র: কালের কণ্ঠ

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর