[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

চিরতরে ঘুমিয়ে গেলেন স্বামী-স্ত্রী

গাজীপুর

প্রকাশিত:
৬ অক্টোবার ২০২৩, ১৭:১৭

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর নলিপাড়া এলাকায় মাটির ঘরের দেয়াল চাপায় ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে দেয়াল চাপা অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

মৃতরা হলেন- উপজেলার রতনপুর নলিপাড়া লাকার মৃত হাসেন আলীর ছেলে এমারত হোসেন (৬০) এবং তার স্ত্রী ফালানি বেগম (৫০)। নিহত এমারত হেসেন উপজেলার সফিপুর বাজারের চাল ব্যবসায়ী ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সারা দেশের মতো গত দুই-দিন যাবত গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়ও মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃহস্পতিবার রাতে নিহত দু'জনই তাদের মাটির ঘরে ঘুমিয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় মাটির ঘরটি ভেঙে তাদের উপরে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। পরে শুক্রবার সকালে এলাকাবাসী বিষয়টি দেখতে পেয়ে ধ্বংসস্তুপের নিচ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ওসি শহিদুল ইসলাম দেয়াল চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র: বিডি প্রতিদিন

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর