[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

বোবা কিশোরকে বলাৎকার, বৃদ্ধ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট

প্রকাশিত:
৩ অক্টোবার ২০২৩, ১৯:৪৮

ফাইল ছবি

জয়পুরহাটে কালাইয়ে এক বোবা কিশোরকে বলাৎকারের ঘটনায় মকবুল হোসেন (৬২) নামে এক বৃদ্ধকে আটক করে থানায় সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার জিন্দারপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। 

মকবুল হোসেন উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রামের বাসিন্দা। 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ানিম আল বারি এ তথ্য নিশ্চিত করেছেন।   

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে পুকুর পাড়ে খেলছিল ভুক্তভোগী কিশোর। সকাল ১১টার দিকে ওই গ্রামে ঘাস কাটতে আসেন মকবুল। একপর্যায়ে ওই বৃদ্ধ পুকুরপাড় থেকে কিশোরের হাতে বিস্কুট দিয়ে মাঠে নিয়ে যায়।

সেখানে তাকে বলাৎকার করেন মকবুল। পাশের খেতে দিয়ে দুই নারী যাওয়ার সময় বিষয়টি দেখতে পায় এবং বৃদ্ধকে আটক করে। পরে গ্রামবাসীরা পুলিশকে খবর দেয়। 

ওসি ওয়াসিম আল বারী বলেন, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।

 

প্রিয় নওগাঁ/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর