infomorningtimes@gmail.com সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ১০ই অগ্রহায়ণ ১৪৩২

সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

ফেনী

প্রকাশিত:
৩০ সেপ্টেম্বার ২০২৩, ২০:৩৭

সংগৃহিত

ফেনীর ছাগলনাইয়ায় সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের থানাপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন খাগড়াছড়ির রামগড় উপজেলার রামগড় করইয়া বাগান এলাকার মাইন উদ্দিন ও বাগেরহাটের কচুয়া উপজেলার সাংদিয়া গ্রামের বাসিন্দা বিকাশ চন্দ্র দাস।

ছাগলনাইয়ার সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. ওয়ালী উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি একজন শ্রমিক ঢালাইয়ের জিনিসপত্র খোলার জন্য নিচে নামলে সেখানে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে আরেকজন শ্রমিক তাকে উদ্ধার করতে নামলে তিনিও আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে যান।

ভেতরে পানি জমে ছিল। সেই পানিতে ডুবে মারা যান তারা। তার পরও পুরো বিষয়টি তদন্ত করছি। পাশাপাশি ময়নাতদন্তের মাধ্যমে আসল ঘটনাটি উদঘাটন করা হবে। সেপটিক ট্যাংক ভেঙে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর